বশিরুল আলম, চুয়াডাঙ্গা থেকে:- জাতীয় বেতনস্কেল–২০১৫ এর গ্রেড–৪ (৫০,০০০–৭১,২০০ টাকা) অনুযায়ী বিসিএস (কর) ক্যাডারের অতিরিক্ত কর কমিশনার/সমমর্যাদার পদে পদোন্নতি পেয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গর্ব, কৃতি সন্তান মীর রেজওয়ানুল আবেদ (তুষার)। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর–২ শাখা থেকে ১৮ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এই পদোন্নতি নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে—পরিচিতি নম্বর ২০০৩৮০ ও গ্রেডেশন নম্বর ৪৮০–এর অধিকারী যুগ্ম কর কমিশনার মীর রেজওয়ানুল আবেদ (তুষার) যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে অতিরিক্ত কর কমিশনার পদে উন্নীত হয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে উল্লেখ করা হয়—সুপারিশপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে ভিন্নমত বা বিরূপ তথ্য পাওয়া গেলে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।আলমডাঙ্গার মাটি ও মানুষ থেকে উঠে আসা মীর রেজওয়ানুল আবেদ (তুষার) দীর্ঘদিন ধরে সততা, দায়িত্বশীলতা, দক্ষতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেশের রাজস্ব প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কর ব্যবস্থাপনা আধুনিকায়ন, করদাতা সেবা উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে তাঁর নেওয়া বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।পদোন্নতির খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আলমডাঙ্গাবাসীর মধ্যে আনন্দের জোয়ার দেখা দেয়। সকলের মতে, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; আলমডাঙ্গার জন্যও এক গৌরবময় সংযোজন।
রাষ্ট্রীয় দায়িত্বের এই নতুন অধ্যায়ে তাঁর সততা, অভিজ্ঞতা এবং দায়িত্ববোধ কর প্রশাসনে আরও ইতিবাচক পরিবর্তন আনবে—এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজস্ব–খাতের সংশ্লিষ্ট মহলের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫