প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ণ
গাজীপুর রেলওয়ে স্টেশনে চাঁদাবাজির রাজত্ব! আরএনবি ইনচার্জ ইমরানের বিরুদ্ধে আতঙ্কে ব্যবসায়ী–হকাররা

নুরে আলম:- গাজীপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের পুরো এলাকায় আরএনবি ইনচার্জ ইমরান হোসেনকে কেন্দ্র করে চলছে প্রকাশ্য চাঁদাবাজির ভয়ঙ্কর সিন্ডিকেট—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ব্যবসায়ী, হকার এবং পিকআপ চালকরা। রেলগেট, ফুটপাত, স্টেশনের প্রবেশমুখ, হকার জোন—কোথাও নিরাপদ নন কেউই। অভিযোগ অনুযায়ী, স্টেশনের আশপাশে ব্যবসা করতে চাইলে দিতে হয় ‘দৈনিক চাঁদা’। ফুটপাতের দোকান থেকে নেয়া হয় টাকা করে। রেলগেটের দুইপাশে যারা ছোটখাটো দোকান বা টং চালায়—তাদের কাছ থেকেও নিয়মিত টাকা তুলছে ইমরানের অধীনে থাকা আরএনবি সদস্যরা। টাকা না দিলে দোকান ভাঙচুর, জায়গা ছাড়ার হুমকি, এমনকি মামলা দিয়ে হয়রানির কথাও বলা হয়েছে। হকাররা ক্ষোভ জানিয়ে বলেন— “ফুটপাত আমাদের জীবিকা। কিন্তু ইমরান হোসেনের লোকজন প্রতিদিন এসে টাকা তোলে। না দিলে দাড়াতেই দেয় না। এটা নিরাপত্তা বাহিনী না, সরাসরি চাঁদাবাজ বাহিনী।” স্টেশন এলাকা ঘিরে আরও ভয়াবহ অভিযোগ পাওয়া গেছে। পিকআপ–মাইক্রোবাস–ভ্যানযান যখনই স্টেশন এলাকায় ঢোকে, তখনই শুরু হয় ‘প্রবেশ রেট’। প্রতি গাড়ি থেকে টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে একাধিক চালক। “স্টেশনে যাতায়াত করা মানেই চাঁদা। কে কাকে দেয় জানি না, কিন্তু ইমরান ইনচার্জ আসার পর চাঁদা তিনগুণ বেড়েছে।” ব্যবসায়ীরা আরও বলেন, ইমরানের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেই শুরু হয় ভয়ভীতি, মামলা দেয়ার হুমকি এবং দোকান তুলে নেয়ার ভয় দেখানো। ভুক্তভোগীদের বক্তব্য— “এই এলাকার সাধারণ মানুষ নিরাপত্তা না পেয়ে এখন নিরাপত্তা বাহিনীর কাছ থেকেই আতঙ্কে আছে।” স্থানীয়দের দাবি, রেলস্টেশনে চলমান চাঁদাবাজির বিরুদ্ধে জরুরি তদন্ত এবং ইনচার্জ ইমরান হোসেনকে অবিলম্বে অপসারণ করতে হবে, না হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অভিযোগ সম্পর্কে ইমরান হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]