
শফিকুল ইসলাম শিমুল, টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী ‘সাকুরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত এলাকা ত্যাগ করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। একই সঙ্গে পালাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কের মাঝের লেনে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চলাচলের কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেখানে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ধীর হয়ে পড়ে। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলমান।’



Discussion about this post