
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার:- সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডসহ ১ ও ২ নং ওয়ার্ডের সাধারণ জনগণ আসন্ন নির্বাচনে এমপি হিসেবে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মেয়র হিসেবে লায়ন মোহাম্মদ খোরশেদ আলমকে দেখতে চান—এমনই মতামত জানিয়েছেন এলাকাবাসী। সাভারের ১ ও ২ নং ওয়ার্ডের জিরো পয়েন্টে কামাল গার্মেন্টস সংলগ্ন এলাকায় সাভার পৌর বিএনপির নেতা মোহাম্মদ মামুন হোসেনের উদ্যোগে মতবিনিময় ও জনমত সংগ্রহ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল, সাভার পৌর বিএনপির মোহাম্মদ মজনু হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। সাক্ষাৎকারে মোহাম্মদ মামুন হোসেন বলেন, “এমপি হিসাবে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের তুলনা নেই। তিনি একজন সৎ, নিরলস পরিশ্রমী ও জনবান্ধব নেতা। অন্যদিকে মেয়র হিসাবে আমরা দেখতে চাই লায়ন মোঃ খোরশেদ আলম ভাইকে। তিনি অত্যন্ত ভালো মনের ও মানবিক একজন মানুষ। কেউ কোনো সমস্যা নিয়ে তাঁর কাছে এলে দ্রুত সমাধান পেয়ে যায়। অসহায় মানুষের পাশে তিনি সবসময় দাঁড়ান। সাভার পৌরসভার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুখে-দুঃখে মানুষ তাঁর সঙ্গেই থাকে।” তিনি আরও বলেন, “আমরা চাই ধানের শীষের বিজয় হবেই হবে। আমাদের খোরশেদ ভাই বিপুল ভোটে বিজয়ী হবেন—এটাই আমাদের প্রত্যাশা।” স্থানীয়দের এমন দৃঢ় অবস্থান ও প্রত্যাশা সাভার পৌরসভায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসীর আশা, যোগ্য নেতৃত্বেই সাভার পৌরসভা আরও উন্নত, সুন্দর ও জনবান্ধব হয়ে উঠবে।



Discussion about this post