
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করিনা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। মানুষের ভালবাসার জন্য রাজনীতি করি। আল্লাহর রহমতে স্বচ্ছল পরিবারে আমার জন্ম হয়েছে। ছোট থেকে কখনও অভাব বুঝিনি। টাকার জন্য রাজনীতি করিনা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সিংড়া পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। দাউদার মাহমুদ আরও বলেন, আগামী দিনে শান্তির সিংড়া, নিরাপদ সিংড়া গড়তে চাই। এমপি কে হবে জানিনা, তবে সিংড়া আমার জন্ম, মৃত্যু পর্যন্ত সিংড়াতেই আপনাদের পাশে থাকতে চাই। সবাই মিলে সুন্দর, নিরাপদ ও শান্তির সিংড়া গড়বো। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারে। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, মো. খালেকুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ প্রমুখ।



Discussion about this post