প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোচাক এলাকায় আজ বৃহস্পতিবার সকালে উৎসবমুখর পরিবেশে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা-কর্মী ও যুবসমাজ দলে দলে এসে অংশ নেন এই দৌড়ে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নেতাকর্মীদের মাঝে ঐক্যকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময়ই তরুণ সমাজকে ইতিবাচক কাজে যুক্ত করতে কাজ করছে। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সট: ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী,সদস্য সচিব, গাজীপুর জেলা বিএনপি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]