
নিজস্ব প্রতিবেদক:- “আমি আপনাদের এ মাটির সন্তান। এ মাটির গন্ধই আমার প্রাণের গন্ধ। গ্রামের সহজ-সরল মানুষই আগামী নির্বাচনে আমার মূল শক্তি।” নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাইকে সাথে নিয়েই আগামীর শ্রীপুর গড়তে চাই। শ্রীপুর উপজেলার আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বুধবার (১৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এক গ্রাম্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন। বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে বৈঠকটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।
তিনি বলেন, “দীর্ঘদিন এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেনি। এবার দল আমাকে সম্মান দিয়ে এই আসনে প্রার্থী করেছে। দলের সম্মান রক্ষা করতে ধানের শীষ প্রতীকে আপনাদের ভোট চাই। প্রথমবারের মতো আসনটি দলকে উপহার দিতে চাই।” অধ্যাপক বাচ্চু আরও বলেন, “তৃণমূলের সর্বত্রই এখন ধানের শীষের জয়গান। বিএনপির ৩১ দফা প্রচারে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে। আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি সরকার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।”
শেখ হাসিনার শাস্তির বিষয়ে তিনি বলেন, “দেশে স্বৈরাচারী ও নিষিদ্ধ সংগঠনের প্রধানের শাস্তি প্রমাণ করেছে—কেউ স্বৈরাচারী ব্যবস্থাকে স্থায়ী করতে পারে না। ওই দলের পলাতক নেতাকর্মীরা দিশেহারা হয়ে বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করিম শামীম, আহ্বায়ক সদস্য সাংবাদিক মাফুল হাসান হান্নান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ।



Discussion about this post