প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ২:১২ অপরাহ্ণ
ভোট ডাকাতি ও অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যই তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করেছিল আওয়ামী লীগ- দুলু

আল আমিন, নাটোর প্রতিনিধি :- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর–২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতায় টিকে থাকার লোভে জোর করে ভোট ডাকাতি ও অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল বাতিল করেছিল আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুলু বলেন, সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সাম্প্রতিক রায় বাংলাদেশের মানুষের বিজয়। “এটি শুধু বিএনপির নয়—এ দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের সংগ্রামের জয়। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের রাজনীতি করে; আর আওয়ামী লীগের রাজনীতি পার্শ্ববর্তী দেশের ওপর নির্ভরশীল। “বিএনপি কখনোই অন্য দেশের নির্দেশে বাংলাদেশ চালায় না। তিনি তার বক্তব্যে দাবি করেন, গত বছর জুলাইয়ের ঘটনায় হত্যা-নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণহত্যা চালিয়েছে। তাঁর ভাষায়, “আদালত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দিয়েছেন। তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।” এ প্রসঙ্গে তিনি ভারতের অনুপ চেটিয়া প্রত্যর্পণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। দুলু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে বিএনপি দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। এখন দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]