
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আরও এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার গভীর রাতের এ অভিযানে আটক করা হয় ভূগাইল বগাদী গ্রামের দুইটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম ভূগাইল বগাদী গ্রামে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাইফুল ইসলামকে চৌকশ অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।অভিযান শেষে গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে অব্যাহত এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তাদের মতে, মাদক ব্যবসা ও সেবন রোধে নিয়মিত পুলিশি তৎপরতা এলাকার নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানানো হয়েছে— ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Discussion about this post