
নিজস্ব প্রতিবেদক:- বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন এক মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে নারী-পুরুষের কোনো বৈষম্য থাকবে না। নারীরা কোথাও হয়রানির শিকার হবে না। সবাই নিজের প্রাপ্য অধিকার ভোগ করতে পারবে।’ আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে বরমী ইউনিয়নের দূর্লভপুর এলাকায় অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘বিগত দেড় যুগ ধরে দেশের মানুষ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। উন্নয়নেও ছিল ভয়াবহ বৈষম্য। এখনো শ্রীপুরের বহু এলাকা উন্নয়ন বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তির সময় এখনই।’
তিনি আরো বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফায় নারীসহ সব শ্রেণির মানুষের নিরাপত্তা, অধিকার ও কল্যাণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। গতকালও তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে নারীদের কল্যাণে নতুন পাঁচ দফা ঘোষণা দিয়েছেন। একমাত্র বিএনপিই সবসময় নারীদের উন্নয়ন ও অধিকারকে অগ্রাধিকার দিয়ে থাকে।’
উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী পাপিয়া সুলতানা শিলার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব খায়রুল কবির আজাদ মণ্ডল, শ্রীপুর ইউসিসির চেয়ারম্যান সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী গুলনাহার, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকার, সাবেক সভাপতি আফাজ উদ্দিন প্রধান, সদস্যসচিব শামীম মোল্লা ও যুগ্ম-আহ্বায়ক নাজমুল আকন্দ রনিসহ প্রমুখ।



Discussion about this post