
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তব্য দেন নাটোর জেলা এনসিপি’র সদস্য সচিব, রাজশাহী নিউ ডিগ্রি গভমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ ও নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এস. এম. জার্জিস কাদির বাবু।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া স্কুল মাঠে স্থানীয় জনগণকে নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রভাষক মোঃ আলী হাসান এর সঞ্চালনায় উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Discussion about this post