
নুরে আলম:- গাজীপুরের ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন নিষ্ঠা, শৃঙ্খলা, পরিকল্পিত নেতৃত্ব ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক মনোযোগের মাধ্যমে বিদ্যালয়টি গত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিবর্তনের মুখোমুখি করেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মান, শৃঙ্খলা ও প্রশাসনিক দক্ষতার দিক থেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ফলাফল, শিক্ষার্থীদের উপস্থিতি থেকে শুরু করে আচরণগত উন্নয়ন— প্রতিটি ক্ষেত্রেই তাঁর নিয়মিত পরিদর্শন, ক্লাস মনিটরিং এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় তদারকির সুফল স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। প্রতিটি ক্লাসের কার্যক্রম তিনি নিজে পর্যবেক্ষণ করেন এবং পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আলাদা করে পড়াশোনায় সাহায্য করে থাকেন। সহকারী শিক্ষকরা জানান— “স্যার দায়িত্ব পালনে কঠোর, কিন্তু একজন সহকর্মী হিসেবে অত্যন্ত বন্ধুসুলভ। বিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত তিনি নিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করেন।” অভিভাবকদের মতে— “বেলায়েত স্যারের নেতৃত্বে স্কুলের পরিবেশ বদলে গেছে। তিনি শুধু শিক্ষক নন, একজন প্রকৃত শিক্ষা–নেতা।” বেলায়েত হোসেনের মধ্যে রয়েছে— দায়িত্বশীলতা ও কঠোর শৃঙ্খলা সময়মতো ক্লাস পরিদর্শনের অভ্যাস শিক্ষার্থীমুখী চিন্তা ও বিশেষ যত্ন সহকারী শিক্ষকদের সঙ্গে সহযোগিতামূলক নেতৃত্ব নৈতিকতা, সততা ও শিক্ষাঙ্গনে স্বচ্ছতা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা কিছু চক্র মহলের বিভ্রান্তিমূলক তৎপরতা সত্ত্বেও অটুট রয়েছে মানুষের বিশ্বাস সম্প্রতি কিছু চক্র মহল তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে তার সততা ও কর্মনিষ্ঠা নিয়ে কোনো সন্দেহ নেই। স্থানীয়দের বক্তব্য— “একজন মানুষের কাজই তার পরিচয় তৈরি করে। বেলায়েত স্যার তাঁর কাজ ও আদর্শ দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন।”



Discussion about this post