
নিজস্ব প্রতিবেদক:- ঢাকা জেলার ক্রাইম জোন হিসেবে পরিচিত সাভারে আবারও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর দুপুরে সাভারের তারাপুর এলাকায় দুই যুবকের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা। গুরুতর আহত দু’জন বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি থানায় অভিযোগ হিসেবে দায়ের করা হলেও চার দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। আহত যুবক রাব্বির পিতা মো. জহিরুল ইসলাম জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তার ছেলে ব্যক্তিমালিকানাধীন টি-স্টলে কাজ করছিল। এসময় রাব্বির বন্ধু অন্তর—এর সঙ্গে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য শান্ত (পিতা মাসুদ), আরিফ, সাগরসহ আরও ৭–৮ জন দুর্বৃত্ত অসৌজন্যমূলক আচরণ ও ধাক্কাধাক্কি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা ক্ষিপ্ত হয়ে দা, ক্রিচ, লাঠি, হকস্টিক, লোহার রড ও স্টিল পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায়।
জহিরুল ইসলাম আরও জানান, বন্ধু অন্তরকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে রাব্বিকেও তারা নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা টি-স্টলে ভাঙচুর চালিয়ে দোকানের নগদ ৫০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরবর্তীতে আহত দু’জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। ঘটনার পরপরই রাব্বির বাবা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পর চার দিন অতিবাহিত হলেও হামলাকারীরা প্রকাশ্যে বিচরণ করলেও পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা। অনুসন্ধানে পুলিশের দায়িত্বহীনতার অভিযোগ মেললেও এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি। সীমা যখন সাথী: ভুক্তভোগী পরিবার দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।



Discussion about this post