
আল আমিন, নাটোর প্রতিনিধি :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরে জামায়াত মনোনীত প্রার্থীরা প্রচার-প্রচারণায় মেতে উঠেছেন। তারই অংশ হিসেবে আজ শনিবার দুপুরে নাটোর-২ আসনে জামায়াত ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে নাটোর সদর ও নলডাঙ্গা এলাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে । নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোডাউনটি বের হয়ে নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রা শেষ হয়। প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত শোডাউনে অংশ নেয় অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। এতে করে নাটোর শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও কিছু স্থানে সাময়িক যানজটের সৃষ্টি হয়। শোডাউনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচনী আমেজ তৈরি হয়।শোডাউনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।



Discussion about this post