প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের ধান কাটলেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী-পুতুল

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের জমির ধান কেটে দিলেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এসময় স্থানীয় কৃষকরা তার এই কাজের প্রশংসা করেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় বিলে কৃষক মোশারফ হোসেনের জমির ধান কেটে দেন তিনি। এসময় যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেন। বাগাতিপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, এই ধান কাটা মৌসুমে শ্রমিক পাওয়া খুবই কষ্টকর।শ্রমিক সংকটের কারনে আমাদের অনেক কৃষকের জমিতে পাকা ধান নষ্ট হচ্ছিল। প্রিয় নেত্রী পুতুল আপা আমাদের সঙ্গে নিয়ে ধান কেটেছেন। আমরা যুবদল, ছাত্রদল মিলে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি। শুধু এখানে নয়, এই এলাকার অনেক কৃষকের ধান কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষক মোশারফ হোসেন বলেন, ‘জমিতে ধান পেকে গেছে,কিন্তু শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছিলাম। হঠাৎ বিএনপির প্রার্থী পুতুল আপা ফোনে বললেন, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা ধান কেটে দেবেন। আজ পুতুল আপাসহ নেতাকর্মীরা আমার এক একর জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন। সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। নাটোর-১ আসনের প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেন, ‘মহান আল্লাহর রহমতে এ অঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। আমি নির্বাচনী গণসংযোগ করতে এসে দেখেছি, আমাদের কৃষক চাচা, ভাইদের অনেক কষ্ট করে রোদে পুড়ে ধান কাটতে হচ্ছে। অনেক কৃষক শ্রমিক পাচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্বেচ্ছায় আমরা ধান কেটে দেবো। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকসহ বিএনপির সহযোগী সংগঠনের ভাইয়েরা মিলে কৃষকদের ধান কেটে সহযোগিতা করবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]