
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে এবি পার্টির নতুন শাখা কার্যালয় উদ্বোধন ও নির্বাচনী প্রচারণাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন রানা পুরাতন রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, “পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ভোটের মাধ্যমে বিদায় দিতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে জনগণকে যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করতে হবে। ২৪-এর বিপ্লব পুরনো রাজনীতির কবর রচনা করেছে। এখন দেশ পরিবর্তনের সময়—একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে সবাইকে ঈগল প্রতীকে সমর্থন দিতে আহ্বান জানাই।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।
তিনি বলেন,“পুরাতন রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণ মানুষ এখন ক্লান্ত। দেশের মানুষ পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়। রানা ভাই সেই পরিবর্তনের দায়িত্ব নিতে সক্ষম ইনশাআল্লাহ।”এছাড়া আরও বক্তব্য রাখেন—মুসাব ইবনে শাফায়েত,ডা.শরিফুল, মোজাম্মেল হক,যারা এবি পার্টির স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি দলীয় অবস্থান ও লক্ষ্য তুলে ধরেন।অনুষ্ঠানের সভাপতি ছিলেন কুমারী ইউনিয়ন এবি পার্টির নেতা মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন ডা. শরিফুল। পুরো নির্বাচনী সভায় কুমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।কর্মসূচির মাধ্যমে এবি পার্টির স্থানীয় সংগঠন তৃণমূল পর্যায়ে নতুন উদ্যমে কাজ শুরু করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।



Discussion about this post