
স্টাফ রিপোর্টার:- জামিয়া মাদিনাতুল কুরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইসলামিক সংগীত ও কনসার্ট পরিবেশনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে মাহফিল উদ্ভোদন করা হয়। ওয়াজ মাহফিলের দ্বিতীয় ও তৃতীয় দিনে দেশের জনপ্রিয় ওলামায়ে কেরাম হাফেজ ও ছাত্ররা ইসলামিক আলোচনা করেন।
মাহফিলের তৃতীয় দিনে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন,হযরত মাওলানা নূর হোসাইন নূরানী, আমীর খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ। উক্ত মাহফিলে সভাপতিত্ত করেন আলহাজ্ব মাওলানা মোঃ মনজুর হোসেন এবং আরজগুজার হিসেবে হাফেজ মাওলানাঃ মাহমুদুল হাসান, নায়েবে মুহতামিম, জামিয়া মাদীনাতুল কুরআন গাজীপুর। উপস্থিত থাকেন এলাকার ছাত্র, কৃষি,শ্রমিক, ব্যাবসায়ী ও মেহনতী সাধারণ মানুষেরা। ২২ নভেম্বর (শনিবার) তৃতীয় দিন মাঝ রাতে বিশেষ মেহমানের আলোচনার মাধ্যমে ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানটি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণা করা হয় ।



Discussion about this post