
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে নবান্ন উৎসবকে কেন্দ্র করে এবারও ভিন্নধর্মী একটি দৃশ্য চোখে পড়েছে । সন্তান লাভের আশায় দেশের নানা প্রান্ত থেকে বহু নিঃসন্তান নারী আশ্রমের শতবর্ষী বটগাছের নিচে ভেজা আঁচল পেতে প্রার্থনায় মনোনিবেশ করে বসে আছেন। গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী উৎসব চলাকালে আশ্রম প্রাঙ্গণে ভিড় করেন অসংখ্য নারী-পুরুষ। সদ্য স্নান শেষে ভেজা কাপড়ে থাকা নারীরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে অপেক্ষা করছিলেন—গাছের কোনো ফল বা পাতা তাদের আঁচলে পড়লে তা সন্তান লাভের লক্ষণ বলে বিশ্বাস করেন তারা। আশ্রমে থাকা এক নারী বৈষ্ণব তাদের দেখভালের দায়িত্বে ছিলেন। এক নারী ভক্ত জানান, লোকমুখে শুনেছি এভাবে মানত করলে সন্তানের আশা পূরণ হয়। তাই আমিও এসেছি, যেন আমার কোল ভরে উঠে। বগুড়া থেকে আসা আরেক নারী জানান, ৭ বছর ধরে সন্তান হয়নি। বহু চিকিৎসার পরও ফল না পেয়ে এখানে এসেছি। পরিচিত একজন এখানে এসে সন্তান পেয়েছেন, সেই বিশ্বাসে আমিও আসলাম। আশ্রম কমিটির সদস্য শ্রী সঞ্জয় কুমার বলেন, নবান্ন উৎসবে প্রতিবছরই নিঃসন্তান নারীরা মানত করতে আসেন। পরে ভক্তদের কলাপাতায় খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, ভেজা কাপড়ে বটগাছের নিচে বসে সন্তান লাভের কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত ভিত্তি নেই। চিকিৎসা বিজ্ঞানে এটি গ্রহনযোগ্য নয়।



Discussion about this post