প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ণ
সাভার শাহিবাগে দস্তারবন্দী মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খায়রুল ইসলাম অভি:- সাভার শাহিবাগে দস্তারবন্দী মাহফিল অনুষ্ঠিত মাদ্রাসা উন্নয়নে ডা. সালাউদ্দিন বাবু ও খোরশেদ আলমের আর্থিক সহযোগিতা সাভারের শাহিবাগ, মজিদপুর এলাকায় অবস্থিত জামি'আ ইসলামিয়া আলি ইবনে ওসমান খান মাদরাসা প্রাঙ্গণে শনিবার রাতে অনুষ্ঠিত হলো ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিল। আধ্যাত্মিক পরিবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মহাসম্মেলনে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ–পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা–১৯ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, “ধর্মীয় ও মানবিক শিক্ষা ছাড়া সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব নয়। মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই।” অনুষ্ঠানে তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। তিনিও মাদ্রাসা মসজিদের চলমান কাজ এগিয়ে নিতে এক লক্ষ টাকা সহায়তা ঘোষণা করেন। তার বক্তব্যে তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব। সমাজ ও জাতির ভবিষ্যৎ এই শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইউনুস খান, – ছাত্রনেতা তাজ খান নাঈম, – ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রাশেদুজ্জামান বাচ্চুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মাহফিলের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মতওয়াল্লি আলহাজ্ব অলি আহমেদ খান। সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোতালেব হোসেনসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। ওয়াজ শেষে দোয়া পরিচালনা করা হয় এবং অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রায় শতাধিক ছাত্রের দস্তারবন্দী, যেখানে তাদের মাথায় আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত জনতা আবেগাপ্লুত হয়ে দোয়া-মোনাজাতে অংশ নেন। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিতি ছিল ভক্তবৃন্দ ও এলাকাবাসীর ঢল। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রাত গভীর পর্যন্ত চলে এ আধ্যাত্মিক সমাবেশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]