
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার কোর্টপাড়া ও স্টেশনপাড়ার সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে আলমডাঙ্গা স্টেশন রোডের একটি বেসরকারি ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়—গেট বন্ডবিল এলাকায় একটি নির্বাচনী সমাবেশ শেষে বাসায় ফেরার পর হঠাৎ স্ট্রোক/হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নেয়া হলেও আর ফিরিয়ে আনা যায়নি এই নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে। সাইফুদ্দিন আলম কনক শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না—তিনি ছিলেন জনপ্রিয় ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং তরুণদের অনুপ্রেরণার প্রতীক। তার আকস্মিক মৃত্যুতে আলমডাঙ্গা রাজনৈতিক অঙ্গন, খেলাধুলার মাঠ এবং তরুণ সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কোর্টপাড়া, স্টেশনপাড়া থেকে শুরু করে পুরো পৌরসভাজুড়ে চারদিকে শোকাভিভূত মানুষের আক্ষেপ—“এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল না কনকের।” পরিবার সূত্রে জানা যায়—সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় আলমডাঙ্গা দারুস সালাম ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী, সহকর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ। শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর ভিড়ে দারুস সালাম ময়দান উপচে পড়ে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা শরীফুজ্জামান শরীফ ছুটে যান মরহুমের বাড়িতে। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন— “কনকের মৃত্যু আলমডাঙ্গা বিএনপি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন পরিশ্রমী, জনবান্ধব ও নিবেদিত নেতা। তার শূন্যতা সহজে পূরণ হবে না।”আলমডাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বলেন—“সাইফুদ্দিন আলম কনক ছিলেন সৎ, নির্লোভ, ত্যাগী ও অমায়িক ব্যক্তিত্ব। সংগঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”কোর্টপাড়া ও স্টেশনপাড়াসহ আশপাশের এলাকাগুলোতে নেমে এসেছে মানুষের ঢল। সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক কর্মী, বন্ধুবান্ধব ও সাধারণ মানুষ দলে দলে ছুটে যান তার বাড়িতে। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন, এলাকাজুড়ে নেমে এসেছে গভীর বেদনা। রাজনীতি ও সমাজসেবায় নিবেদিত এই তরুণ নেতার মৃত্যুতে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন সংগঠনের প্রতি নিষ্ঠাবান, কর্মঠ এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি। তার এই মানবিকতা ও সদাচার এলাকাবাসীর মনে চিরদিন অম্লান হয়ে থাকবে। আল্লাহ তায়ালা মরহুম সাইফুদ্দিন আলম কনকের রুহের মাগফিরাত করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।



Discussion about this post