
মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- গাজীপুরের কাশিমপুর থানাধীন ৩ নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৮,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার ভোরে পরিচালিত এ বিশেষ অভিযানের পর আটক দুই মাদক ব্যবসায়ীকে কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। এনায়েতপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল—এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



Discussion about this post