প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
গাজীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- গাজীপুরের কাশিমপুর থানাধীন ৩ নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৮,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার ভোরে পরিচালিত এ বিশেষ অভিযানের পর আটক দুই মাদক ব্যবসায়ীকে কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। এনায়েতপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল—এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]