প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
রাষ্ট্র জনগোষ্ঠী তৈরী করে না- জনগোষ্ঠী রাষ্ট্রকে তৈরী করে-তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল

আল আমিন, নাটোর প্রতিনিধি :- তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, “আমরাই পারি” বাংলাদেশের চেয়ারপার্সন ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, রাষ্ট্র পরিচালনা যারা করেন, তারা ভুলে যান যে, রাষ্ট্র জনগোষ্ঠী তৈরী করে না, জনগোষ্ঠী রাষ্ট্রকে তৈরী করে। কোন জনগোষ্ঠীকে জোর করে অন্য পরিচয় দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। রাষ্ট্র আদিবাসীদেরকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বললে তা রাষ্ট্র অন্যায় ও অনায্যভাবে বলে। সোমবার দুপুরে নাটোরের আলাইপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘সমতল আদিবাসী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “বাংলাদেশের জনগোষ্ঠী মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এই দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার থাকবে। এই দেশ হবে সাম্যের দেশ, ন্যায় বিচারের দেশ, মানিবক দেশ, তার কোন ব্যতয় ঘটতে পারেনা। মানবাধিকার বলে, কোন রাষ্ট্র সংখ্যা অনুযায়ী জনগোষ্ঠীকে বিচার-বিবেচনা করলে তা হবে মানবাধিকারের চরম লঙ্ঘন। সম্মিলিতভাবে ‘সমতল আদিবাসী সম্মেলন’র আয়োজনে করে “আমরাই পারি” পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও স্থানীয় নাগরিক সংগঠন লাসটার, নিডা, সোসাইটি, পিকেএসএস, অর্পা, বাঁতে চাই, এমএসএস, ব্রেড এবং এসডিকেএস। অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিজা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মখলেছুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার বাদল কুমার চন্দন, পিকেএসএস’র এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, এসডিকেএস’র নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন মাঈনুলসহ আদিবাসী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]