
আল আমিন, নাটোর প্রতিনিধি :- রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৫৫ হাজারের বেশি মানুষ মারা যায়। যেটি যেকোনো সহিংসতার চেয়েও বেশি। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে ট্রাফিক সেবা সপ্তাহ-২০২৫ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিআইজি শাহজাহান আরও বলেন, একটা দুর্ঘটনা জীবনে যে ক্ষতি বয়ে আনে, তা অন্য যেকোন ক্ষতির চাইতে বেশি। একটা দুর্ঘটনায় একটা জীবন, একটা পরিবার নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। সুন্দর, সুস্থ জীবনের জন্য আমাদের সচেতনতার বিকল্প নেই। এর আগে মাদ্রাসা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। শোভাযাত্রায় ছাত্র-শিক্ষক, মোটরশ্রমিক, পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ভবানীগঞ্জ মোড় হয়ে আবার মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সড়ক ও ট্রাফিক সচেতনতা নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে পুরো নাটোরজুড়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চলবে বলে জানায় জেলা পুলিশ।



Discussion about this post