প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ণ
খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত আলমডাঙ্গার এসি ল্যান্ড আশীষ কুমার বসু

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। সেবা, দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার অনন্য সমন্বয়ে তিনি জেলার গণ্ডি পেরিয়ে বিভাগের সেরা হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছেন। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে আলমডাঙ্গায় ভূমি সেবা খাতকে আধুনিক, দ্রুত ও জনবান্ধব করতে নিরলস পরিশ্রম করে আসছেন তিনি। ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা, হোল্ডিং নম্বর হালনাগাদ, নামজারি নিষ্পত্তি, খাসজমি উদ্ধার, অনলাইন ভূমি সেবা চালু ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একের পর এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করে তিনি ইতোমধ্যে আলোচনায় আসেন।আশীষ কুমার বসুর নেতৃত্বে আলমডাঙ্গায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। তার কর্মদক্ষতার সুফল প্রতিদিন পাচ্ছেন সাধারণ মানুষ। জনগণের সেবা নিশ্চিত করতে তিনি মাঠে-মহল্লায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি সম্পদ রক্ষা, আইন-শৃঙ্খলা শক্তিশালীকরণ এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের খবর আলমডাঙ্গা জুড়ে সৃষ্টি করেছে আনন্দের আমেজ। জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী এবং সাধারণ মানুষ তার এ অর্জনকে ‘জনবান্ধব প্রশাসনের বিজয়’ হিসেবে প্রশংসা করেছেন। এ সম্মাননা প্রসঙ্গে আশীষ কুমার বসু বলেন, “এই অর্জন জনগণের। মানুষের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সৎ ও দক্ষ প্রশাসনের মাধ্যমে আলমডাঙ্গাকে আরও উন্নত ও সুশাসনসমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”তার এই অসাধারণ অর্জনে সহকর্মীসহ সর্বত্র প্রশংসার ঝড় বইছে। প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে তাকে শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]