
স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভার:- সাভারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে সাভারের থানারোড এলাকার টপ ক্লাস পার্টি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সিনিয়র নেতা শহিদুল ইসলাম সোহাগ ও তুহিন হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান খান এবং সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপির ৩১ দফা জাতির মুক্তির সনদ। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। ঢাকা-১৯ আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। ঢাকা-১৯ আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও দল একজনকেই প্রার্থী করেছে। তাই দলীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মাঝে কোনো বিভেদ নেই দল ও দেশের স্বার্থেই আমরা ঐক্যবদ্ধ। সভায় বক্তারা তরুণ প্রজন্মকে গণতন্ত্র ও পরিবর্তনের পক্ষে প্রথম ভোটটি ধানের শীষে দেওয়ার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোবাহান মিয়া, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার নাদিম, ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক এইচ. এম. মাসুদ রানা, সদস্য সচিব রবিউল আউয়াল, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক তারেক মোঃ শাহরিয়ার ইসলাম ড্রিম, ঢাকা জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সভাপতি সানোয়ার প্রামাণিক। আলোচনা সভা তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাপ্ত হয়।



Discussion about this post