
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সপ্তাহব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন। প্রদর্শনীকে ঘিরে উপজেলার সর্বত্র সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যোগ হয়েছে খামারি থেকে সাধারণ দর্শনার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, আলমডাঙ্গার পরিচালক ডাঃ দীন বন্ধু সাহা। তিনি বলেন, “দেশীয় জাতের পশুসম্পদ আমাদের কৃষি–অর্থনীতির অন্যতম ভিত্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনি বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।” তিনি আরও জানান, খামারিদের দক্ষতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, নিরাপদ দুধ ও মাংস উৎপাদন—এসব ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তি খাতটিকে বদলে দিচ্ছে দ্রুতগতিতে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আশীষ কুমার বসু। তিনি বলেন,“গ্রামীণ অর্থনীতির টেকসই অগ্রগতিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রদর্শনী খামারিদের হাতে–কলমে শেখার সুযোগ তৈরি করে। উপজেলা প্রশাসন সবসময় খামারিদের পাশে রয়েছে এবং থাকবে।”প্রদর্শনী মাঠজুড়ে সাজানো হয়েছে বৈচিত্র্যময় স্টল— দেশীয় গরু, ছাগল, ভেড়া হাঁস–মুরগির আধুনিক পালন প্রদর্শনী খাঁচায় মাছ চাষ প্রযুক্তি কৃত্রিম প্রজনন ও রোগ নির্ণয় ব্যবস্থা উন্নত জাত উন্নয়ন প্রযুক্তি খামার ব্যবস্থাপনার মাল্টিমিডিয়া উপস্থাপন স্থানীয় খামারিরা তাদের উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরেন, পাশাপাশি সাফল্যের গল্প ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন দর্শনার্থীদের সঙ্গে। অনেকেই জানান, সরকার যদি এ ধরনের প্রশিক্ষণ–ভিত্তিক কর্মসূচির সংখ্যা আরও বাড়ায়, তবে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহমুদুল হক,কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক,জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর শফিউল আলম বকুল,আইসিটি কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ। আয়োজনটি বাস্তবায়ন করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আলমডাঙ্গা। অর্থায়নে রয়েছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ। সহযোগিতায় উপজেলা প্রশাসন। সংশ্লিষ্টদের আশাবাদ— এ আয়োজন খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে আধুনিক প্রাণিপালন প্রযুক্তি ছড়িয়ে দেবে। দেশীয় জাত সংরক্ষণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন এবং উন্নত কৃষি–অর্থনীতির স্বপ্ন পূরণে এটি হয়ে উঠবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।



Discussion about this post