প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
আলমডাঙ্গার গর্ব রবিউল ইসলাম: নড়াইল থেকে পঞ্চগড়ে নতুন পুলিশ সুপার

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারি পদ্ধতিতে নতুন করে পদায়নের অংশ হিসেবে নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) রবিউল ইসলামকে পদায়ন করা হয়েছে পঞ্চগড় জেলায়। আলমডাঙ্গার কৃতি সন্তান হিসেবে এই প্রশাসনিক অর্জন এলাকায় এনে দিয়েছে গর্ব ও আনন্দের উচ্ছ্বাস। পুলিশ সুপার রবিউল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামের মৃত উম্বাদ আলীর ছেলে। গ্রামের সাধারণ পরিবারে বেড়ে ওঠা রবিউলের শিক্ষাজীবন শুরু হয় ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। উচ্চশিক্ষার পথে এগিয়ে যান কুষ্টিয়ার শতবর্ষী গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে, যেখান থেকে তিনি সফলভাবে এসএসসি পাস করেন। পরবর্তীতে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন কুষ্টিয়া সরকারি কলেজে। উচ্চশিক্ষার প্রতি আগ্রহ ও অধ্যবসায় তাঁকে পৌঁছে দেয় ময়মনসিংহ কৃষি কলেজে, যেখান থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিনয়ী, মেধাবী ও পরিশ্রমী রবিউল ইসলাম কর্মজীবনের প্রতিটি ধাপে নিজের দায়িত্ব পালন করেছেন সততা, নৈতিকতা ও দক্ষতার সঙ্গে। জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্বে তাঁর অবদান ইতোমধ্যে প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। নড়াইলে দায়িত্ব পালনকালে তাঁর মানবিক সহায়তা, অপরাধ দমন কার্যক্রম এবং জনবান্ধব পুলিশিং প্রশংসা কুড়িয়েছে স্থানীয় জনগণ ও সহকর্মীদের কাছে। এবার পঞ্চগড় জেলার নতুন পুলিশ সুপার হিসেবে তাঁর পদায়নকে আলমডাঙ্গাবাসী দেখছেন আরেকটি গৌরবময় অধ্যায় হিসেবে। তাঁর সততা, নিষ্ঠা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আলমডাঙ্গার সুনাম জাতীয় পর্যায়ে আরও সমুন্নত করবেন—এমন প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় জনগণ।দেশের আইন-শৃঙ্খলা বাহিনীতে আলমডাঙ্গার সন্তান রবিউল ইসলামের এই অগ্রযাত্রা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে—এমনটাই মনে করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]