
নিজস্ব প্রতিবেদক :: জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে আজ বুধবার (২৬ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাজীপুর মহানগর এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর মহানগর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ছিনতাই ও চুরি-ডাকাতি দমন, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং একটি শান্তিপূর্ণ–নিরাপদ নগর গঠনের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন। একটি স্বচ্ছ এবং ন্যায় সমাজ প্রতিষ্ঠায় বিএনপি পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে মর্মে আশ্বস্ত করেন।
পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতা নিয়ে কাজ করছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। একটি নিরাপদ মহানগর প্রতিষ্ঠায় তিনি সকলকে অংশগ্রহণ এবং সহযোগিতা করার আহ্বান জানান। উক্ত সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।



Discussion about this post