
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের সরব তৎপরতায় আবারও বড়সড় মাদকবিরোধী অভিযান সফল হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ এ অভিযানে পুলিশ মরিচক্ষেতের ভেতর লুকিয়ে রাখা ১০টি গাঁজার গাছ উদ্ধার করেছে, যার মোট ওজন প্রায় ৪ কেজি ৮০০ গ্রাম। গতকাল আলমডাঙ্গা থানাধীন ১১নং নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামের পাতর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাস এবং ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে—পলাতক আসামি মোঃ ওয়াদুদ বিশ্বাস (৫৫), পিতা মৃত শমসের আলী বিশ্বাস, সাং- নাগদাহ ফিল্ডপাড়া, তার নিজ ভোগদখলীয় মরিচক্ষেতে গোপনে গাঁজার চাষ করছে। পরে পুলিশের অভিযানে মরিচক্ষেতের বিভিন্ন স্থানে ছোট-বড় ১০টি গাঁজার গাছ পাওয়া যায়। ঘটনাস্থলেই তা জব্দ তালিকা প্রণয়ন করে আইনানুগভাবে উদ্ধার করা হয়। ঘটনার পর পলাতক আসামি ওয়াদুদ বিশ্বাসের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং–২৪, তাং–২৬/১১/২০২৫ খ্রি. দায়ের করা হয়েছে। মামলা রুজু হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারনির ১৮(ক) ধারায়। ওসি মাসুদুর রহমান, পিপিএম বলেন—“মাদকমুক্ত আলমডাঙ্গা গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ী ও চাষিদের আইনের আওতায় আনা হবে।”এদিকে এলাকাবাসী পুলিশের এ সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছে। তারা মনে করেন, মাদকবিরোধী এ ধরনের টানা অভিযান যুবসমাজকে রক্ষা করতে বড় ভূমিকা রাখবে।



Discussion about this post