
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর আলমডাঙ্গা স্টেশন রোডস্থ তাঁতী সেডে অনুষ্ঠিত। এ দোয়া মাহফিলে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নানা পর্যায়ের নেতাকর্মীসহ স্বজন, শুভানুধ্যায়ী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। সরল, শান্ত ও স্বজনপ্রিয় এই মানুষটির স্মরণে আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন মুহূর্তে। উপস্থিত নেতৃবৃন্দ তাঁর জীবনের নানান স্মৃতি তুলে ধরেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গার বিশিষ্ট আলেম মাওলানা জাকারিয়া।
তিনি দোয়ার মোনাজাতে বলেন, “আল্লাহ যেন মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।” দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান ওল্টু, সাধারণ সম্পাদক, আলমডাঙ্গা পৌর বিএনপি,একে আজাদ, সহ-সভাপতি, জেলা যুবদল, রফিকুল ইসলাম, সদস্য সচিব, আলমডাঙ্গা উপজেলা যুবদল, নাজিম মোল্লা, আহবায়ক, আলমডাঙ্গা পৌর যুবদল, মরহুম সাইফুদ্দিন আলম কনকের একমাত্র ছেলে সাইফ ও তার ভাগ্নে স্বপ্নীল।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাহফিলে বক্তারা বলেন, “সাইফুদ্দিন আলম কনকের পরিবার দলীয় ও সামাজিক পরিমণ্ডলে অত্যন্ত সম্মানিত। তাঁর ভাইয়ের ইন্তেকালে আলমডাঙ্গা একটি আপনজনকে হারিয়েছে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের পাশে আছি ও থাকব।”দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে স্টেশন রোড এলাকায় একটি শান্ত, ধর্মীয় ও মানবিক পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, এ ধরনের দোয়া মহফিল আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও একতাবদ্ধতার বার্তা পৌঁছে দেয়।



Discussion about this post