প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
কাপাসিয়ায় ইউএনও’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

কাপাসিয়া প্রতিনিধি:- গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামের নদীর চরে ক্রয় কৃতবালুর স্তূপে অভিযান চালিয়ে জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে এ জায়গায় বালু এনে স্তুপ করে রাখা হয়। এলাকাবাসী অভিযোগ করেন পাশাপাশি অনেকগুলো বালুরস্তপ থাকার পরে কেন শুধু এ বালুর স্তপে অভিযান করা হয়। এলাকাবাসী আরো জানান ইতিপূর্বে একটি বালুর উত্তোলনের সময় একটি মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয় তখন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। হঠাৎ করে কেন এ বালুর স্তপে অভিযান এটা জনমনে প্রশ্ন তোলে। অভিযান হলে সবগুলোতেই হওয়া উচিত। ইউএনও কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরেছি এখন থেকে অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান ,উপজেলা ভূমি কমিশনার নূরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]