
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোরের নীরবতা ভাঙলো সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত চৌকস অভিযানে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার ছত্রপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।গ্রেফতার তিনজন হলেন—ছত্রপাড়া গ্রামের শামিম হোসেন (৩০), হান্নান হোসেন (৫৪) এবং লাল্টু হোসেন (৪০)। হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা রাতের গভীরে পাওয়া একটি গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ছত্রপাড়া গ্রামে তল্লাশি শুরু করেন। অভিযানকালে গ্রেফতারকৃতদের বাড়িতে দুটি ককটেল বোমা, দেশীয় তৈরি তিনটি ফালা, সাতটি ধারালো অস্ত্র, একটি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এরপর সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত বোমা ও অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করেন এবং তিন আসামিকে থানায় নিয়ে আসেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান (পিপিএম) বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী শামিম, হান্নান ও লাল্টুকে ককটেল বোমা ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে। পরে তাদের পুলিশ ক্যাম্প ও থানা পুলিশের সহযোগিতায় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে।” হঠাৎ ভোরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে ছত্রপাড়া গ্রামে তৈরি হয় উত্তেজনা ও কৌতূহল। অভিযান শেষ হওয়ার পর থেকেই এলাকায় এই ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, “হরিণের চামড়া থেকে শুরু করে বোমা—এত কিছু পাওয়া যাবে, কেউ ভাবতেই পারেনি।” নিরাপত্তা বাহিনী মনে করছে, উদ্ধারকৃত বোমা ও অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



Discussion about this post