
শফিকুল ইসলাম শিমুল,টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:- বিশ্ব ইজতেমা ময়দানে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় দুই মুসল্লি মারা গেছেন। প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন, আর দ্বিতীয় মৃত্যু ঘটেছে দিবাগত রাতে। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। নিহতরা হলেন— জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বগারপাড় গ্রামের মজিবুর রহমানের ছেলে চাঁন মিয়া (৬০) এবং নোয়াখালী জেলার সদর উপজেলার কাজীর তালুক গ্রামের মৃত সুলতানা আহমেদের ছেলে নুর আলম (৮০)। হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, নিহতদের জানাজার নামাজ ময়দানে অনুষ্ঠিত হয়েছে এবং পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।



Discussion about this post