
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আল-কুরআনের বাণী— “যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে মৃত বলো না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পার না।”— এই চেতনা হৃদয়ে ধারণ করে মানবতার সেবায় পথচলা অব্যাহত রেখেছে শহীদ আইয়ুব ও মুস্তাফিজ স্মৃতি ফাউন্ডেশন। শহীদদের ত্যাগ, দেশপ্রেম ও আত্মোৎসর্গকে প্রেরণা হিসেবে নিয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার কার্যক্রম পরিচালনা করে আসছে। ঠিক সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার বিকাল সাড়ে চারটায় আলমডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতপ্রবণ এলাকাগুলোর গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে যখন উষ্ণতার পরশ পৌঁছে দেওয়া হয়—তখন উপস্থিত মানুষের মুখে আনন্দের ঝিলিক লক্ষ্য করা যায়। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানটির সার্বিক অর্থায়ন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল-মামুন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী মতিঝিল দক্ষিণ থানার বায়তুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক কর্মকাণ্ডে তার অবদান বরাবরই প্রশংসিত। তিনি বহুদিন ধরে নীরবে, প্রচারের আলো থেকে দূরে থেকে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসছেন—যা স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোঃ আব্বাসউদ্দীন, আমীর, জিএ থানা,মোঃ হাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা, ইসলামী ছাত্রশিবির, আলমডাঙ্গা উপজেলা শাখা। শামসুল আরেফিন, সাবেক ছাত্রনেতা ও আমীর, পৌর পেশাজীবী বিভাগ, আলমডাঙ্গা পৌরশাখা বিলাল হুসাইন, তারবিয়াত সেক্রেটারি।ড. আব্দুর রহমান, আমীর, ৩ নং ওয়ার্ড শাখা। বক্তারা বলেন, শহীদ আইয়ুব ও শহীদ মুস্তাফিজ দেশের জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো এবং সমাজে আলো ছড়িয়ে দেওয়াই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তাদের বক্তব্যে উঠে আসে— সমাজে মানবিকতার চর্চা বৃদ্ধি করা শীতার্ত মানুষকে উষ্ণতার স্পর্শ দেওয়া বিত্তবানদের মানবিক কাজে যুক্ত হওয়ার আহ্বান শহীদদের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ফাউন্ডেশনের সদস্যরা জানান, শীতবস্ত্র বিতরণ শুধু একটি বার্ষিক আয়োজন নয়। তারা নিয়মিতভাবে—দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এতিম ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো চিকিৎসা সহায়তা সামাজিক পুনর্বাসন জরুরি সময়ে ত্রাণসামগ্রী বিতরণ ইত্যাদি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের লক্ষ্য—শহীদদের আদর্শকে সমাজ উন্নয়ন, মানবিকতা ও নৈতিকতার আলোয় রূপান্তরিত করা। অনুষ্ঠানের শেষে সদস্যরা বলেন, “আমরা চাই শহীদদের ত্যাগ শুধু স্মৃতির পাতায় না থাকুক—তা ছড়িয়ে যাক মানুষের জীবনে, মানুষের সেবায়, সমাজের উন্নয়নে।” মানবিক মূল্যবোধ, ত্যাগ, ভালোবাসা, শীতার্ত মানুষের প্রতি সহমর্মিতা এবং শহীদদের আদর্শ ধারণ করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।



Discussion about this post