প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- সাহিত্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের আগামীর পথচলা’এ শ্লোগানকে সামনে রেখে জেলা সাহিত্য পরিষদের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সাহিত্য পরিষদ চত্বরে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বি.এম.তারিক-উজ-জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন। এ সময়, সাহিত্য পরিষদের সহসভাপতি সরদার আলী হোসেন ও তৌহিদ হোসেনসহ সাহিত্য অনুরাগীরা উপস্থিত ছিলেন। দুপুরে আলোচনা সভাশেষে স্বরচিত লেখা কবিতা পাঠের আসর ও সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]