
নিজস্ব প্রতিবেদক:- নগরীর শিববাড়ি বি আর টি এ বাস টার্মিনালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রুশ বিপ্লবের ১০৮ তম বার্ষিকী উপলক্ষে সমাবেশ এবং নগরীর শিববাড়ি- রেলগেট- রাজবাড়ী রোডে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বাসদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড আবদুল কাইয়ুম এর সভাপতিত্ব এবং বাসদ গাজীপুর জেলা শাখার সদস্য এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদ এর সঞ্চালনায় বক্তারা রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য, অবিলম্বে নির্বাচনী তফসীল ঘোষণা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা,ভারত,আমেরিকারসহ সাম্রাজ্যবাদী রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল,চট্টগ্রাম বন্দর ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করা,দেশে বিদেশিদের অস্ত্র কারখানার অনুমতি না দেয়া,শ্রমিকের ন্যায্য মজুরি,কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা,গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাধকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ বাউল শিল্পী, প্রগতিশীল মানুষদের উপর সকল ধরনের অত্যাচার নিপীড়ন বন্ধ করার দাবি জানান নেতারা। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী,বাসদ গাজীপুর জেলা শাখার সদস্য সচিব রাহাত আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন,সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনন্ত কিশোর বর্মণ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলা শাখার সভাপতি আল আমীন শ্রাবণ, বাসদ গাজীপুর সদর মেট্রা থানার আহ্বায়ক অচিন্ত্য মোহন বর্মণ, বাসদ সদর মেট্রো থানার সদস্য সচিব খুরশীদ আলম মিথুন,বাসদ বাসন থানা শাখার সদস্য সচিব আমিনুল ইসলাম,গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ তফসী,বাসদ কোনাবাড়ি থানা শাখার সদস্য সচিব জামাল হোসেন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কোনাবাড়ি থানা শাখার সদস্য সচিব রনি মিয়া,সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সংগঠক নাসরিন জাহান,বাসদ শ্রীপুর থানার সংগঠক আশিকুল ইসলাম পিয়াল,বাসদ বাসন থানার সদস্য ফারুক মিয়া,বাসদ বাসন থানার সদস্য ফরহাদ পোদ্দার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদ,গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলা শাখার সহ- সভাপতি আজিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলা শাখার সহ- সভাপতি সুমন চন্দ্র বর্মণ,গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ভালুকা শাখার সভাপতি খালিদ হাসান নিশাত,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কাজী আজিমউদ্দিন কলেজ শাখার আহবায়ক প্রসঞ্জিত ঘোষ সূর্য প্রমুখ।



Discussion about this post