নিজস্ব প্রতিবেদক:- 'যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর-৫' এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (২৮ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কালিগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। উন্নয়নের রূপকল্প পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর -৫ এর সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো: খায়রুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর বার সভাপতি এ্যাড. মোহাম্মাদ সামছুল হক ভূঁইয়া, নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, ছাত্রশিবির মহানহমগর সভাপতি রেজাউল ইসলাম, জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, ঢাকা কলেজ ছাত্রশিবির সভাপতি মোস্তাকিম আহমেদ, পূবাইল থানা আমীর আশরাফ আলী কাজল, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী খায়রুল হাসানকে নিয়ে বলেন, তিনি যুব নেতা, তিনি জননেতা। তিনি রূপকল্প পেশ করেছেন। আগামীতে ইনশাআল্লাহ জামায়াত ক্ষমতায় যাবে। যুব সমাজ হলো পরিবর্তনের হাতিয়ার। অতীতে ডাকসু, জাকসু যাদের নিয়ন্ত্রণে ছিল তারাই ক্ষমতায় গিয়েছিল। এবার দেশের ৪টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। সুতরাং আগামীর বাংলাদেশ হতে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। গাজীপুর-৫ হবে খায়রুল হাসানের ইনশাআল্লাহ।
গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী মো. খায়রুল হাসান বলেন, আমি যদি নির্বাচিত হই তবে সকল দক্ষ, যোগ্য, সৎ ব্যক্তিদের নিয়ে আমরা দলমত নির্বিশেষে সকল কিছু পরিচালনা করবো, সমাজের সকলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হবে ইনশাআল্লাহ। সুখে-দু:খে আপনারা আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। সমাজের সকল শ্রেণি-পেশার সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করাই আমার অগ্রাধিকার থাকবে ইনশাআল্লাহ। সকাল ৮টা থেকে শুরু হওয়া যুব সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। যুব সমাবেশে প্রায় ৫ সহস্রাধিক তরুণ যুবক অংশগ্রহণ করেন এবং সকলের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশকে ঘিরে রাস্তায় ব্যানায়, ফেস্টুন, অর্ভ্যর্থনা তোরণ লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫