
শফিকুল ইসলাম,টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
টঙ্গীর তুরাগ নদীর তীরে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।আজ শনিবার ভোরে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে তিনি মারা যান।
নিহতের নাম আশরাফ আলী (৬০)। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায়। তাঁর পিতার নাম আব্দুল হাকিম।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন,
“আজ ভোরে আশরাফ আলী নামে এক মুসল্লি অসুস্থ হয়ে মারা যান। আমরা তাঁর পরিচয় নিশ্চিত করেছি এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে চলমান জোড় ইজতেমায় মোট তিনজন মুসল্লির মৃত্যু হলো।
ইজতেমা ময়দানে বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা বর্তমানে নিয়মিত আমল, বয়ান ও জিকির-আসকারে অংশ নিচ্ছেন।



Discussion about this post