
ইস্টাফ রিপোর্টার গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।
শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি ক্ষতিগ্রস্ত পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পার্কের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক দিক পর্যালোচনা করেন।
ড. ইসরাক আহমেদ সিদ্দিকী বলেন, “দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার অত্যন্ত জরুরি।”
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেনসহ গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



Discussion about this post