বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা প্রেসক্লাবে গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, এবং সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক এস এম বিপ্লব হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, রিফাজ্জেল হোসেন, কে.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ কাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুল হক, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মহা: মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী এবং নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মোঃ মাহফুজ আহম্মেদ ও মোঃ সাইফুল ইসলাম উলু, প্রভাষক শেখ শফিউজ্জামান এবং বহুরুল ইসলাম প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের অফিস স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি স্মরণিকা প্রকাশের লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি সম্পাদকীয় কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়—প্রেসক্লাবের শীতকালীন পিকনিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই তারিখে অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য প্রয়োজন নিরপেক্ষ, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা,যাতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়। সভাপতি মোঃ বশিরুল আলম তার বক্তব্যে বলেন,“১৯৮২ সালে প্রতিষ্ঠিত আলমডাঙ্গা প্রেসক্লাবের ইতিহাসে এবারই প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমাদের এই কমিটির দায়িত্ব হবে—প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষা করা, স্বচ্ছতা বজায় রাখা এবং সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করা।”
তিনি সকল সদস্যকে দায়িত্বশীলভাবে কাজ করে প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবকে একটি গণমুখী, আধুনিক ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে নেওয়া হবে।সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয় এবং আগামীর কর্মপরিকল্পনা, পেশাগত প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫