প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
টঙ্গীতে আতঙ্কিত হয়ে হামিম গ্রুপের শতাধিক শ্রমিক অসুস্থ

শফিকুল ইসলাম,টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে আতঙ্কিত হয়ে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার বিকেলে মিলগেট এলাকায় হামিম গ্রুপের সিসিএল–৩ কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে ছুটি ঘোষণা করে। শ্রমিকেরা জানান, কয়েক দিন আগে একই কারখানার একজন শ্রমিক কর্মস্থলে প্রবেশের পরপরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকেই শ্রমিকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। শনিবার দুপুরে মধ্যাহ্নভোজ বিরতির পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। একপর্যায়ে বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললে পুরো ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একসঙ্গে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের হাসপাতালে নেওয়ার পর ডিউটি চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের মন্তব্য জানতে চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমানা হক জানান, আতঙ্কজনিত কারণে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুইজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]