
গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি:- টোক ইউনিয়নের টোক রমেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী টোক ইউনিয়ন শাখার আয়োজনে এ নির্বাচনী প্রচারণা সমাবেশের আয়োজন করা হয়। টোক ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মাও, এ এইচ এম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গাজীপুর ৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, ছাত্রশিবিরের গাজীপুর জেলার সাবেক সভাপতি খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মিছবাহুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা শামসুল আলম, কামড়া মাশুক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও, ফাইজুল কবির সিদ্দিকী, বারিষাব ইউনিয়নের আমির মাও. ছিদ্দিকুর রহমান,রায়েদ ইউনিয়নের আমির মাও. মনির হোসেন হোসেন, ছাত্রশিবিরের কাপাসিয়া উত্তরের সভাপতি মারুফ হোসেন প্রমুখ।



Discussion about this post