প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
মির্জাপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা চেয়ে মসজিদে দোয়া মাহফিল

মো. সাগর খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা চেয়ে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠন আজ শনিবার বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। এদিকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতাসহ তার সম্মানে উপজেলা বিএনপি তাদের দলীয় বিভিন্ন দলীয় কর্মসুচী স্থগিত করেছেন। এ সময় মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন সাংগছনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম, আলম মৃধা, মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আযম সিদ্দিকীসহ উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]