
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমিতির প্রিয় সিনিয়র আইনজীবী এড. আলহাজ্ব মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক অভিজ্ঞ আইনজীবী অহিদুল আলম মানিক খন্দকার। তাদের নেতৃত্বে বার অ্যাসোসিয়েশনের উন্নয়ন নতুন গতিতে এগিয়ে যাবে—এমনটাই আশা করছেন সহকর্মী আইনজীবী, বিচারপ্রার্থীরা এবং সাধারণ মানুষ। নির্বাচনে বিজয়ী হওয়ায় দুই আইনজীবীকেই অভিনন্দন জানিয়ে বার সদস্যরা বলেন, সমিতির সার্বিক কল্যাণ, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আদালত সংশ্লিষ্ট সেবা উন্নয়ন এবং আইনজীবীদের জন্য আধুনিক অবকাঠামো নির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সাধারণ আইনজীবীদের প্রত্যাশা দীর্ঘদিনের। প্রবীণ আইনজীবীদের মতে, সভাপতি এড. মারুফ সরোয়ার বাবু তার পেশাগত নৈতিকতা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক নেতৃত্বের জন্য সমাদৃত। অপরদিকে সাধারণ সম্পাদক অহিদুল আলম মানিক খন্দকার তার সংগঠক দক্ষতা, নিষ্ঠা ও কর্মতৎপরতার মাধ্যমে আইনজীবী সমাজে বিশেষ সুনাম অর্জন করেছেন। নবনির্বাচিত কমিটির প্রতি আইনজীবী সমাজের একমাত্র প্রত্যাশা—তারা যেন বার ও বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিচারসেবা আরও সহজলভ্য ও জনবান্ধব করতে কাজ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য প্রশিক্ষণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং আধুনিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেবেন। আইন পেশা ও বিচারব্যবস্থার উন্নয়নে তাদের নেতৃত্ব ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে—এমনটাই বিশ্বাস করে চুয়াডাঙ্গাবাসী।



Discussion about this post