
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শহিদুল হক। এসময় কমিশনার হানিফ উদ্দিন ও ছরেয়ারা হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে বিজয় অর্জন করে।
এছাড়া ফোরামের বিদ্রোহী একজন সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ৩ প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি: মারুফ সারোয়ার বাবু (১১২ ভোট) সহসভাপতি: আকসিজুল ইসলাম রতন (১১০), মোর্তজান হোসেন (৯৮) সাধারণ সম্পাদক: খন্দকার অহিদুল আলম মানি (৭৫) যুগ্ম সম্পাদক: আফরুজা আক্তার (১৫৭), হারুনর রশিদ বাবলু (১২২) গ্রন্থাগার সম্পাদক: রুবিনা পারভীন রুমা (১১৫) সদস্য: ইকরামুল হক (১৪৩), ফরজ আলী (১৪২), আশিকুর রহমান রাজ (১৩৫), তানভীর আহম্মদ শাওন (১৩৫), শরিফুল ইসলাম (১২৪), রাগিব আহসান (১০৭) বিনা প্রতিদ্বন্দ্বিতায়: কোষাধ্যক্ষ এস.এন.এ. হাশেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান সভাপতি পদে মোসলেম উদ্দীন (৪০), শামীম রেজা ডালিম (২০), আকরাম হোসেন (১৪)। সহসভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন (৮৭) ও সিরাজুল ইসলাম (৬৯)। সাধারণ সম্পাদক পদে আহসান আলী (৭১), আসাদুজ্জামান আসাদ (৩৮), আনছার আলী (২)। যুগ্ম সম্পাদক পদে মসিউর রহমান পারভেজ (৯২)। গ্রন্থাগার সম্পাদক পদে আমজাদ আলী শাহ (৭১)। সদস্য পদে হাসিবুল ইসলাম ইব্রাহিম (১০৭), সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ (১০৬), বেলাল হোসেন বাদল (৯৭), মো. আক্তারুজ্জামান (৮৫)।২০৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৯৭ জন; এরমধ্যে ১১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।



Discussion about this post