
শফিকুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়া, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মজিবুর রহমান মাস্টার, কেন্দ্রীয় জিসাস-এর সহ-সভাপতি বাবুল চৌধুরী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজিবুর রহমান রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সাব্বির, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিক, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ চৌধুরী, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলফাজ দেওয়ান, ৪৯ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. পারভেজ, টঙ্গী পূর্ব থানা জিয়া মঞ্চ আহ্বায়ক মো.সুমন, টঙ্গী পূর্ব থানা মোটর চালক দলের সাবেক আহ্বায়ক ফয়সাল শেখ।
নেতৃবৃন্দ বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদৃষ্টি ও জনগণের প্রতি ভালোবাসা বাংলাদেশকে বহু সংকট থেকে উত্তরণের পথে এগিয়ে নিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ থাকায় দলসহ দেশের গণতন্ত্রকামী মানুষের মনে গভীর উদ্বেগ বিরাজ করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ভবিষ্যৎ আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া মাহফিল শেষে উপস্থিত অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।



Discussion about this post