
গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের ২২ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে পশ্চিম বাহদুরপুর স্কুল মাঠে ২২ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করেন।
এসময় নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদৃষ্টি ও জনগণের প্রতি ভালোবাসা বাংলাদেশকে বহু সংকট থেকে উত্তরণের পথে এগিয়ে নিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ থাকায় দলসহ দেশের গণতন্ত্রকামী মানুষের মনে গভীর উদ্বেগ বিরাজ করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ভবিষ্যৎ আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



Discussion about this post