প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের কৃতি সন্তান ড. মাসুদ পারভেজ-এর পিতার মৃত্যুবার্ষিকী পালন

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের শ্রদ্ধাভাজন ও সমাজপ্রীত মানুষ মরহুম আইয়ুব আলী-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল পারিবারিক উদ্যোগে স্মরণসভা, দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়। দিনভর আয়োজিত এ অনুষ্টানে অংশ নেন মরহুমের পরিবারের সদস্যরা, নিকটাত্মীয়, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে মসজিদের ইমাম মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। ডাউকি ইউনিয়নের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ আবেগাপ্লুত কণ্ঠে তাঁর পিতার স্মৃতিচারণ করে বলেন—“আমার বাবা ছিলেন নীতিবান, সৎ ও অতি সাধারণ মানুষের নিঃস্বার্থ বন্ধু। তাঁর প্রতিটি শিক্ষা আজও আমার পথচলার প্রেরণা। মানুষ হিসেবে ভালো থাকা—এটাই তিনি আমাকে শিখিয়েছেন। বাবার জন্য সবার দোয়া চাই।” মরহুম আইয়ুব আলীকে এলাকাবাসী স্মরণ করেন একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে। সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে করে তুলেছিল সবার প্রিয়। প্রতিবেশীরা জানান, মানুষকে সাহায্য করা ছিল তাঁর অভ্যাস; তিনি সবার সুখে-দুঃখে ছুটে যেতেন।দোয়া মাহফিলে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করা হয় এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে দিনভর এতিমদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও বিভিন্ন মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ভাষায়—“এমন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ আজকাল খুব কম দেখা যায়। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত ভালো মানুষের অভাব অনুভব করি।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]