
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবগঠিত সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রথম দিনের কর্মসূচি শিক্ষাঙ্গনে এক প্রাণবন্ত ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। গতকাল ৩০ নভেম্বর, রবিবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচি দোয়া মাহফিল, বৃক্ষরোপণ এবং পরিচিতি পর্বের মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কলেজ ছাত্রদলসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।পরবর্তীতে নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে ছাত্রদল পরিবেশ রক্ষায় তাদের অঙ্গীকারের জানান দেয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও নেতাকর্মীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় নবগঠিত আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল কমিটির পরিচিতি অনুষ্ঠান। এতে নেতারা নিজেদের দায়িত্ব, সাংগঠনিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, নতুন কমিটি ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবে।
উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছাত্রদলের ঐক্য ও গতিশীলতাকে নতুন মাত্রা দেয়। কর্মসূচির মাধ্যমে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল তাদের সাংগঠনিক যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।



Discussion about this post